দাউদাউ করে জ্বলছে বন্ডেল গেটের ওষুধ কারখানা, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা


শহরে ফের অগ্নিকাণ্ড। বন্ডেল গেটের কাছে একটি ওষুধ সংস্থার ওষুধ কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন। আগুনের উৎসস্থলে যাওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। 
শনিবার বিকেল নাগাদ আগুন লাগে দে’জ মেডিক্যালের কারখানায় আগুন লাগে। মুহূর্তে তা বিধ্বংসী চেহারা নেয়। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। যেহেতু ওষুধ তৈরির কারখানা তাই স্বাভাবিক ভাবেই মজুত রয়েছে প্রচুর রাসায়নিক পদার্থ। ফলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আশঙ্কা। বন্ডেল গেট এলাকাটি জন ঘনবসতি পূর্ণ, ফলে আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা। কিন্তু কী করে আগুন লাগল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানাটিতে রিপেয়ারিংয়ের কাজ চলছে। আজ, শনিবার ওয়েলডিংয়ের কাজও হচ্ছিল। সেই থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান। ভিতরে কেউ আটকে আছেন কি না, দেখা হচ্ছে সেটাও। ওই বিল্ডিংয়ে কাজ করা এক শ্রমিক বলেন, “ওয়েলিডংয়ের কাজ চলছে। আমরা ছেলেটিকে এখন কাজ করতে বারণ করে, নিচে নেমে আসি। তারপরই আগুন লাগে। জানি না কী হয়েছে।” তবে এখনও অবধি কারও হতাহতের খবর মেলেনি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকলকর্মীরা। 

Post a Comment

Previous Post Next Post