পার্টিতে আমার কোনও কাজ নেই, প্রধানমন্ত্রীর ভাষণ তো মোবাইলেও শুনতে পারি: দিলীপ ঘোষ


একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং তিনটি নতুন মেট্রো পথের সূচনায় আজ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো প্রকল্পের উদ্বোধন এবং পরিষেবার সূচনার পর দমদম সেন্ট্রাল জেলের মাঠে নরেন্দ্র মোদীর প্রশাসনিক এবং রাজনৈতিক সভা। এই রাজ্যে মোদীর এর আগের তিনটি বড় সভায় ডাক পাননি রাজ্য BJP-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এবারের সভাতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে।

শুক্রবার সন্ধ্যেয় দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রথমে প্রশাসনিক সভা তারপর রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারেও নমোর সভায় থাকছেন না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। 

দিলীপ ঘোষ আজ বলেন, "আমি বেঙ্গালুরু চলে যাচ্ছি। রবিশংকর প্রসাদের সঙ্গে দেখা করব। আজকেই মিটিং-এর ডেট। চিঠি দিয়ে উনি কনফার্ম করেছেন। আমার আজ কলকাতায় কোনও কাজ নেই।"

প্রধানমন্ত্রীর সভায় আবারও তাঁকে ব্রাত্য রাখা নিয়ে এদিন খানিকটা অভিমানের সুর ধরা পড়েছে দিলীপ ঘোষের গলায়। এদিন তিনি বলেছেন, "দিলীপ ঘোষের কোনও দিন অভিমান হয়নি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজই করে গেছি। আমি লোকের অভিমান ভাঙিয়েছি। প্রধানমন্ত্রী কি বুঝবেন সেটা প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিন। আমার মতো হাজার হাজার পার্টি কর্মী আছেন। পার্টি তাঁদের নিয়ে ভাবে। তবে পার্টিতে আমার কোনও কাজ নেই। প্রধানমন্ত্রী আসছেন, ভাষণ দেবেন। সেটা তো মোবাইলেই শুনে নিতে পারি। তবে ভাষণ শোনা তো কোনও কাজ নয়, অন্য কোনও কাজ পার্টি যখন দেবে সেই কাজে লেগে পড়ব। "

Post a Comment

Previous Post Next Post