SIR: আধার কার্ড দেখিয়ে খসড়া ভোটার তালিকায় নাম তোলার জন্য করা যাবে আবেদন, জানিয়েছে সুপ্রিম কোর্ট


বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এ দিন মামলাটি ওঠে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে।
SIR প্রক্রিয়া ভোটার-বান্ধব করার উপরে জোর দিয়েছে শীর্ষ আদালত। এ দিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিহারের খসড়া ভোটার তালিকায় যাঁদের নাম নেই বা বাদ গিয়েছে, তাঁরা অনলাইনে আবেদনের ক্ষেত্রে আধার কার্ড বা যে কোনও ১১টি গ্রহণযোগ্য নথি দিয়ে আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্য ভাবে, বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কমিশনের গ্রহণযোগ্য নথির তালিকায় এতদিন আধারকার্ড ছিল না।

এ দিন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ভূমিকার তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে

> রাজনৈতিক দলগুলিকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে।

> অনলাইন বা খাতায় কলমে ভোটারদের কোনও আপত্তি বা দাবির ক্ষেত্রে সাহায্য করতে হবে বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের।

> আধার কার্ড বা ১১টি গ্রহণযোগ্য নথির মধ্যে কোনও একটি নথি দিয়ে আবেদন করা যাবে।

> সরাসরি নথি জমা দিলে বুথ লেভেল অফিসার (বিএলও)-দের রসিদ দিতে হবে। যদিও এর মানেই যে সেই ফর্মটি গ্রহণ করা হলো, তা ধরা যাবে না।

> স্বচ্ছতা বজায় রাখার জন্য কমিশনকে নিজেদের ওয়েবসাইটে আবেদনের গ্রহণের রসিদ আপলোড করার কথা বলা হলেছে।

আগামী ৮ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্ট।


Post a Comment

Previous Post Next Post