অরেঞ্জ লাইন
এই লাইনে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে বেলেঘাটার মধ্যে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬০টি (৩০+৩০) মেট্রো চলাচল করবে। কবি সুভাষ থেকে বেলেঘাটার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। বেলেঘাটা থেকে কবি সুভাষের প্রথম মেট্রোও ছাড়বে সকাল ৮টায়। দুই দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫-এ। পরিষেবা পাওয়া যাবে ২৫ মিনিট অন্তর। সোমবার থেকে শুক্রবার এই রুটে মেট্রো চলবে। শনিবার ও রবিবার এই রুটে মেট্রো চলবে না।
ইয়েলো লাইন
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত রুটে সোমবার থেকে শুক্রবার, পাঁচ দিন মেট্রো চলবে। ১০-১৫ মিনিট অন্তর পাওয়া যাবে গাড়ি। শনিবার ও রবিবার পুরোপুরি বন্ধ থাকবে পরিষেবা। নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টা ৫৮ মিনিটে। এই একই সময়ে বিমানবন্দর থেকে নোয়াপাড়ারও প্রথম মেট্রো ছাড়বে। নোয়াপাড়া ও বিমানবন্দর, উভয় দিকেরই শেষ ট্রেন ছাড়বে রাত ৮টায়। প্রতিদিন ১২০টি মেট্রো চলবে এই ইয়েলো লাইনে। অর্থাৎ আপ লাইনে ৬০টি, ডাউন লাইনে ৬০টি ট্রেন চলবে।
কোন কোন স্টেশন থাকছে ইয়েলো লাইনের এই সেকশনে
নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড হয়ে জয় হিন্দ (বিমানবন্দর) পর্যন্ত আপাতত চালু হচ্ছে পরিষেবা। এই লাইনই আগামিদিনে বিরাটি, মধ্যমগ্রাম হয়ে জুড়বে বারাসতের সঙ্গে।
গ্রিন লাইনের টাইম টেবিল কী?
হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই রুট গ্রিন লাইন। সোম থেকে শনিবার ১৮৬টি মেট্রো চলবে আপ ও ডাউন মিলিয়ে। সোম থেকে শনিবার সকাল ৬.৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে প্রথম মেট্রো। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩২-এ। এই ৬ দিন হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রোর সময় রাত ৯টা ৪৭। ৮ থেকে ১৫ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের রবিবারের সূচি
হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রবিবার চলবে ১০৪টি মেট্রো। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২ মিনিটে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪৭ মিনিটে। প্রতি রবিবার ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো।
সোমবার থেকে মেট্রো বাড়ছে ব্লু লাইনেও
২৬২টির বদলে এ বার থেকে ২৮৪টি মেট্রো চলবে এই পথে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪৪-এ ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৪ মিনিটে। শনিবার ও রবিবার পরিষেবায় কোনও বদল নেই।