মৃত্যুর আগে একসঙ্গে হোটেলে ছিলেন! প্রেমিক বিয়েতে রাজি না হওয়াতেই আত্মঘাতী সিঙ্গুরের নার্স?


হুগলি: সিঙ্গুরের নার্সের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! মৃত্যুর দু’দিন আগে প্রেমিক রাধাগোবিন্দ ঘটনের সঙ্গে এক হোটলে একসঙ্গে ছিলেন নার্স। এমনকী আগেও তাঁরা বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে গিয়ে একসঙ্গে থেকেছেন। পুলিশের দাবি, জেরায় এমনটাই জানিয়েছেন ধৃত প্রেমিক। প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন নার্স, এরিয়ে যাচ্ছিলেন রাধাগোবিন্দ। তাতেই মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন। প্রেমিককে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় বেসরকারি নার্সিংহোম থেকে নার্সের দেহ উদ্ধার হয়। প্রেমিক রাধাগোবিন্দকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ধৃত রাধাগোবিন্দ অন্য বেসরকারি নার্সিংহোমে ডায়ালিসিস বিভাগে কাজ করেন।
কাজের সূত্রেই সঙ্গে নার্সের সঙ্গে পরিচয় রাধাগোবিন্দের। তা থেকে প্রেম। ক্রমে গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে দু’জনে। গত ১০ আগস্ট হুগলির ডানকুনিতে একটি হোটেলে ওঠেন তাঁরা। নার্স প্রেমিককে বিয়ের প্রস্তাব দেন। তবে বিয়ে করতে রাজি ছিলেন না রাধাগোবিন্দ। এই পরিস্থিতিতে মানসিক অবসাদে ভুগে যুবতী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলেই অনুমান। অন্যদিকে, গ্রেপ্তার করা হয়েছে নার্সিংহোমের মালিকেও। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। মালিকের ওই নার্সের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post