প্রেমের সম্পর্কে জটিলতা! ‘আত্মঘাতী’ যুবক। প্রেমিকার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ। যুবতীর বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। প্রেমিকাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোদপুরে। যুবতীর শাস্তি চেয়ে সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিবেক দাস। তিনি সোদপুরের বাসিন্দা। তাঁর বাড়ির এলাকারই বাবলি পান্ডে নামে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন তাঁদের প্রেম ছিল। সম্প্রতি তাঁদের সম্পর্কে চিড় ধরে। প্রতিদিন তাঁদের ঝামেলা বাড়ছিল। এরপরই আত্মহত্যা করে যুবক। বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়। অভিযোগ প্রেমিকা আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।