হাসপাতালের ফার্মাসি থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক যুবক। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাসির বিরুদ্ধে আনা ওই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গড়া হয়েছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাসিন্দা বছর বত্রিশের যুবক স্বপনকুমার মণ্ডল। সেখানে তিনি লেখেন, রবিবার বাড়ির বাগান পরিষ্কার করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি কাচের টুকরোয় কেটে গিয়েছিল তাঁর। সঙ্গে সঙ্গে তিনি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ ও গ্যাসের ওষুধ লিখে দেওয়া হয়। সেই প্রেসক্রিপশন দেখিয়ে তিনি হাসপাতালের ফার্মাসি থেকে ওষুধ নিয়ে বাড়ি চলে আসেন। স্বপনের অভিযোগ, দুপুরে অ্যান্টিবায়োটিক খেতে গিয়ে তিনি দেখেন, সেটি মেয়াদ উত্তীর্ণ। ২০২৫–এর জুলাইয়েই সেটির মেয়াদ ফুরিয়েছে।