স্ত্রী'র পরকীয়া ! ব্যক্তিকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন


পরকীয়ার জেরে এক ব্য়াক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটির চিনাকুড়িতে ৷ কুলটি থানার পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপাল মাহাতো (32) ।

সোমবার রাত সাড়ে 10টা নাগাদ কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত শীতলপুর ডিসপেনসারি এলাকায় গোপাল মাহাতোকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ । তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় । গভীর রাতে চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয় । প্রণয়ঘটিত ঘটনা থেকেই অশান্তির জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ।

গোপাল মাহাতো'র পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মনসা পুজোর প্রসাদ খেতে রাধানগর যাবে বলে গোপাল স্কুটি নিয়ে বেরিয়েছিলেন । কিন্তু অভিযোগ রাস্তায় কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যায় শীতলপুর ডিসপেনসারির পাশে ফাঁকা মাঠের দিকে । সেখানেই তাঁকে লোহার রড ও লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয় ৷ অভিযোগ মৃতের ভাই সোনু মাহাতোর ।

Post a Comment

Previous Post Next Post