কোভিড অতিমারির সময় থেকে সমাজমাধ্যমের পাতায় জনপ্রিয় হয়ে উঠেছেন। স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো থেকে শুরু করে তাঁকে দেখা গিয়েছে হিন্দি ছবিতেও। তবে বর্তমানে তিনি চর্চায় এসেছেন তাঁর প্রাক্তন প্রেমিকের সূত্র ধরে। সমাজমাধ্যমের পাতায় তরুণীর উদ্দেশে তাঁর প্রাক্তন উৎসব দাহিয়া একটি গানের ভিডিয়ো পোস্ট করেছেন। সেই গানের সারাংশ হল, বিচ্ছেদ নিয়ে মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছেন অপূর্বা মখীজা। সমাজমাধ্যমে নতুন নতুন বিষয় (কনটেন্ট) তৈরির জন্যই নাকি উৎসবের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।
দিল্লিতে জন্ম অপূর্বার। তার পর জয়পুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে প়ড়ে স্নাতক হন তিনি। কলেজের পড়াশোনা শেষ করার পর প্রযুক্তি সংস্থায় চাকরিও পেয়ে যান অপূর্বা। তবে কোভিড অতিমারি তাঁর জীবন অন্য দিকে ঘুরিয়ে দেয়।
করোনার সময় গৃহবন্দি থেকে সময় কাটছিল না অপূর্বার। তাই সমাজমাধ্যমের পাতায় ছোট ছোট মজাদার ভিডিয়ো পোস্ট করতে শুরু করেন তিনি। কম সময়ের মধ্যে রাতারাতি পরিচিতি পেয়ে যান। সমাজমাধ্যমে তিনি পরিচয় পান ‘দ্য রেবেল কিড’ নামে।
বিষয়স্রষ্টা হিসাবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি অপূর্বা বহু নামকরা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেও শুরু করেন। নানা ধরনের বিজ্ঞাপনী প্রচারেও অভিনয় করতে দেখা যায় অপূর্বাকে। উৎসব দাহিয়া নামে অন্য এক নেটপ্রভাবীর সঙ্গে সম্পর্ক ছিল অপূর্বার। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।