আইন কলেজের পর ফের কসবায় গণধর্ষণ । এবার সিনেমায় অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নামে মডেলকে গণধর্ষণের অভিযোগ ৷ তরুণীর অভিযোগ, কসবারই বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার গণধর্ষণ করা হয় তাঁকে ।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "সোমবার রাতে এক তরুণী কসবা থানায় এসে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন । সেই মতো দুই অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের মামলার রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ৷" পুলিশ সূত্রে খবর, তদন্ত নেমে পুলিশ খতিয়ে দেখছে ওই দুই যুবকের পরিচয় । পাশাপাশি ওই দুই যুবকের সঙ্গে ফিল্মি-জগতের কোনও কলাকুশলীর আদৌ যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।
ওই তরুণী পুলিশের কাছে দাবি করেছেন, ঘটনার সূত্রপাত 2023 সালে । ওই সময় সোশাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয় ওই দুই অভিযুক্তের ৷ সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয় । মূলত, ওই তরুণী একজন মডেল । ওই দুই যুবক নিজেদের সিনেমার প্রযোজক বলে জাহির করেন এবং টলিউড ও বলিউডে কাজের সুযোগ পাইয়ে দেবেন বলে তরুণীকে আশ্বাস দেন । এছাড়াও বিনোদন জগতের কলাকুশলীদের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে, এমনটাও বলে তাঁরা তরুণীর বিশ্বাস অর্জন করেন ।