পরকীয়ার জেরে স্বামী ভোলা হালদার কে কুপিয়ে খুন করে পলাতক স্ত্রী উপাসনা হালদার। আটক উপাসনার প্রেমিক শুভ রাজবংশী।


পরকীয়ার জেরে স্বামী ভোলা হালদার কে কুপিয়ে খুন করে পলাতক স্ত্রী উপাসনা হালদার। আটক উপাসনার প্রেমিক শুভ রাজবংশী।

স্ত্রী  স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে বাথরুমে ফেলে রেখে চম্পট, চাঞ্চল্য ছড়ালো জগতপুরের চড়কতলা এলাকায়
 এক মর্মান্তিক ঘটনায় নিজের স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগে তার স্ত্রীর বিরুদ্ধে,  স্ত্রী পলাতক। নিহত স্বামীর নাম নাম ভোলা হালদার। তিনি বিমানবন্দরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন অভিযুক্ত  স্ত্রী উপাসনা হালদার পলাতক। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ , ডিসিপি ঐশ্বরিয়া সাগর, এসিপিসহ উচ্চপদস্থ আধিকারিকেরা
বছরখানেক আগে ভোলা হালদার তার স্ত্রী উপাসনা হালদারকে নিয়ে জগতপুরের চড়কতলা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার দুপুরে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ওঠেন। তারা ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখতে পান উপাসনা হালদার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়াচ্ছেন। এতে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা জোর করে ঘরে প্রবেশ করেন এবং বাড়ির মালিককে খবর দেন।
বাড়ির মালিক ঘটনাস্থলে এসে বাথরুমে ভোলা হালদারের রক্তাক্ত দেহ দেখতে পান। পায়ে হাতে পাঁচখানা ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ উপাসনা হালদারের প্রেমিক শুভ রাজবংশীকে আটক করে করে ।।। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়ার জেরে পারিবারিক বিবাদে হত্যাকাণ্ড ঘটেছে।।।

তবে পুলিশ সূত্র মারফত খবর ভোলা এবং উপাসনা উভয়েরই আগে বিয়ে হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post