আর রাস্তাঘাটে খাওয়ানো যাবে না কুকুরদের ! নিয়ম না মানলে বড় পদক্ষেপ, নির্দেশ সুপ্রিম কোর্টের


নয়াদিল্লি :  পথকুকুরদের রাস্তা থেকে সরিয়ে নেওয়ার সুপ্রিম-নির্দেশ নিয়ে দেশজুড়ে চলছিল বিতর্ক। আদালতের নির্দেশের খোলাখুলি সমালোচনা শুরু করেন পশুপ্রেমীরা। রাস্তায় নেমে দেখানো হয় বিক্ষোভ। এই পরিস্থিতিতেই আজ, শুক্রবার সুপ্রিম কোর্ট দিল্লি-এনসিআর-এ বেওয়ারিশ কুকুর সম্পর্কে তাদের পূর্ববর্তী আদেশ সংশোধন করে নতুন নির্দেশ জারি করল। এর আগে শীর্ষ আদালত নির্দেশ দেয়, দিল্লি এনসিআর এলাকায়, কোনও পথ কুকুর আর রাস্তায় থাকতে পারবে না। তাদের সরিয়ে দিতে হবে কেনও আশ্রয়স্থলে। এরপরই দেশজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ।

রাস্তায় খাওয়ানো যাবে না কুকুরদের

সুপ্রিম কোর্ট শুক্রবার দিল্লি-এনসিআর-এ বেওয়ারিশ কুকুর সম্পর্কে  পূর্ববর্তী আদেশ সংশোধন করে নতুন নির্দেশ জারি করল। তাতে পশুপ্রেমীদের মুখে হাসি ফুটেছে। বলা হয়েছে, টিকা দিয়ে, জীবাণুমুক্তকরণের পরে বেওয়ারিশ কুকুরদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যেতে পারে। তবে,পথ কুকুরদের রাস্তার মধ্যে ( পাবলিক প্লেসে ) আর খাওয়ানো যাবে না । একটি নির্দিষ্ট নির্ধারিত অঞ্চলে খাওয়াতে হবে। শীর্ষ আদালত পৌর সংস্থাগুলিকে এই ব্যাপারে নজর দিতে বলেছে।  পুরসভা যাতে প্রতি ওয়ার্ডে এমন ব্যবস্থা করে, সেই নির্দেশও দিয়েছে আদালত। আদালতের নির্দেশে বলা হয়েছে -

  • নাগরিক সংস্থাগুলির কর্তব্য পৌরসভার ওয়ার্ডগুলিতে খাবারের জায়গা তৈরি করা। কোনও অবস্থাতেই, রাস্তাঘাটে পথকুকুরদের খাওয়ানো যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • এই বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ, কেবল দিল্লি-এনসিআর-এর মধ্যে  সীমাবদ্ধ নয়। ভারত জুড়ে এর পরিধি প্রসারিত হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে নোটিশ দেওয়া হয়েছে। 
  • ৮ অগাস্টের রায়ে বদল এনে, শুক্রবার শীর্ষ আদালতে তিন বিচারপতির বেঞ্চ জানায়, টিকা এবং কৃমিনাশক ওষুধ দেওয়ার পরে কুকুরগুলিকে নিজেদের এলাকায় ছেড়ে দেওয়া যাবে।  তবে যে সব কুকুর জলাতঙ্ক বা আক্রমণাত্মক আচরণ করে, তাদের টিকা দেওয়ার পর পৃথক আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। 
  • সেই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছে , পশুপ্রেমীরা কুকুর দত্তক নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের যেন আবার রাস্তায় না ছেড়ে দেওয়া হয়, সেই দায়িত্ব তাদের নিতে হবে। 
  • কোনও ব্যক্তি বা সংস্থা অফিসারদের তাদের কর্তব্য পালনে বাধা দিতে পারবে না। তিন বিচারপতির বেঞ্চের নির্দেশ,  গত ৮ অগাস্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যেসব কুকুর প্রেমী এবং এনজিওগুলিগুলি, তাদের রেজিস্ট্রারের কাছে ২৫,০০০ টাকা এবং ২ লক্ষ টাকা জমা দিতে হবে।

Post a Comment

Previous Post Next Post