উপরাষ্ট্রপতি নির্বাচনের আর এক মাসও বাকি নেই। এর মাঝেই এনডিএ জোটের প্রার্থীর নাম চূড়ান্ত করার কাজ জোরকদমে শুরু করে দিয়েছে বিজেপি। আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি হেভিওয়েট নাম। সেই তালিকায় রয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা, বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নাম। এর পাশাপাশি দৌড়ে রয়েছেন আরও অনেকেই। জানা যাচ্ছে, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কর্ণাটকের থাওয়ারচাঁদ গেহলট, সিকিমের ওম মাথুর এবং জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন। উপরাষ্ট্রপতি নির্বাচন হবে ৯ সেপ্টেম্বর।
এনডিএ শিবিরে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসছে আরএসএস মতাদর্শী শেষাদ্রি ছারির নামও। পাশাপাশি রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হরিবংশকেও প্রার্থী করার কথা ভাবনায় রয়েছে। এই বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট। নির্বাচনকে মাথায় রেখেই তাঁর নাম বিবেচনায় রাখা হয়েছে। যদিও বিজেপি আগেই জানিছে, এবার উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন দলেরই কেউ, যিনি দল ও আরএসএস–এর মতাদর্শের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত।