নয়াদিল্লি: ছাব্বিশের আগে বড় দায়িত্ব। লোকসভায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে কাজ করবেন অভিষেক। চিফ হুইপ পদে থাকবেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ই।” সূত্রের খবর, রাজ্যসভায় দলের কাজে খুশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা নিয়ে সন্তুষ্ট নন তিনি।