TMCP-র প্রতিষ্ঠা দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সিন্ডিকেট বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত


তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ২৮ অগস্টই পরীক্ষা নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে ডাকা আপৎকালীন সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে রাজ্যপাল নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি শান্তা দত্ত দে’কে পরীক্ষার দিন বদলের পরামর্শ দিয়ে একটি চিঠি দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। এর পরেই সিন্ডিকেট বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই ২৮ অগস্ট দিনটিকেই পরীক্ষার জন্য চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষার দিন ধার্য করায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তৃণমূল ছাত্র সংগঠনের সংঘাত আগেই হয়েছিল। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাল্টা শান্তার কড়া জবাব ছিল, সরকার আর দল মিলেমিশে একাকার।

Post a Comment

Previous Post Next Post