দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। আর বিশেষ এই দিনে অভিনব এক শিল্পকর্মের মাধ্যমে দেশবাসীর হৃদয় জয় করলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক।
পুরীর সমুদ্র সৈকতে তিনি তৈরি করেছেন অনন্য এক শিল্পকর্ম। প্রায় ৪.৫ টন বালি ও ১,৫০০টি লেবু দিয়ে তৈরি এই আট ফুট উঁচু ভাস্কর্য নজর কেড়েছে দেশ-বিদেশের ভক্তদের। শিল্পকর্মের মধ্য দিয়ে পট্টনায়ক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া এবং ভোকাল ফর লোকাল উদ্যোগের বার্তা। পাশাপাশি প্রতীকীভাবে স্মরণ করিয়েছেন ভারতের দেশীয় প্রতিরক্ষা সাফল্য, যার মধ্যে রয়েছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র।
প্রতিবছর গণেশ চতুর্থী উপলক্ষে বিশেষ শিল্প তৈরি করেন চমক দেন স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়ক। এবারের শিল্পকর্মে তিনি বেছে নিয়েছেন লেবু, যা সতেজতা, পবিত্রতা ও শক্তির প্রতীক। শিল্পী নিজেই বলেছেন, “ভগবান গণেশের আশীর্বাদে আমরা এগিয়ে যাচ্ছি এক আত্মনির্ভর ভারতের পথে।”
শুধু ধর্মীয় আচার নয়, পট্টনায়কের মতে গণেশ চতুর্থী মানুষকে প্রেরণা দেয় আত্মবিশ্বাস, অগ্রগতি ও টেকসই উন্নয়নের পথে হাঁটতে। বহুদিন ধরেই তিনি বালু শিল্পের মাধ্যমে সামাজিক বার্তা ছড়িয়ে আসছেন। তাঁর প্রতিটি সৃষ্টি শুধু শিল্প নয়, বরং মানুষকে ভাবায়, শিক্ষিত করে ও জাতীয় গর্বের অনুভূতি জাগিয়ে তোলে।
এখন পর্যন্ত ৬৫টিরও বেশি আন্তর্জাতিক বালু উৎসব ও প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করেছেন সুদর্শন পট্টনায়ক। বিশ্বজোড়া খ্যাতি অর্জন করা এই শিল্পীর সর্বশেষ সৃষ্টি ‘লেবু গনেশ’ আবারও প্রমাণ করল, শিল্প, ভক্তি ও জাতীয় চেতনা একসঙ্গে মিলেমিশে কিভাবে এক শক্তিশালী দৃষ্টান্ত তৈরি সম্ভব।