সবাইকে দুর্গাপুজোর অনুদান নয়, 'হাইকোর্ট সঠিক কথা বলেছে', বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়


বুধবারই কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে জানিয়েছে যে সমস্ত পুজো কমিটি গত বছরের দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসেব জমা করেনি তাদেরকে এবারের অনুদান দেওয়া যাবে না। যদিও সরকারি অনুদানের খরচের হিসেব দেওয়ার জন্য সেই পুজো কমিটিগুলোকে এক মাসের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টের এই পদক্ষেপকে সাধুবাদ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমের ১৩ নম্বর ওয়ার্ডে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অধ্যক্ষ বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুজোর সরকারি অনুদান ইস্যুতে কলকাতা হাইকোর্টের পদক্ষেপ সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে তিনি বলেছেন, "হাইকোর্ট সঠিক কথা বলেছে। যারা সরকারের টাকা পাবে তাদেরও তো দায়বদ্ধতা আছে। হাইকোর্ট সঠিক সিদ্ধান্তই নিয়েছে। রাজ্য সরকারেরও সজাগ দৃষ্টি রয়েছে। তবে আমি একটা কথা বলতে পারি পশ্চিমবঙ্গে যত দুর্গাপুজো কমিটি আছে, মাত্র দুটো কমিটি বাদে সবাই হিসেব জমা দিয়েছে। শিলিগুড়ির দুটো পুজো কমিটি, তারা দিতে পারেনি। তাদের কিছু অসুবিধা ছিল। সেটাও রেগুলারাইজ হয়ে যাবে।"

উল্লেখ্য, গতকালই কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যেসব ক্লাবগুলি পুজোর অনুদান খরচের কোনও হিসেব দিতে পারেনি তাদের এবারের পুজোর সরকারি অনুদান দেওয়া যাবে না।

Post a Comment

Previous Post Next Post