ধারাবাহিক বৃষ্টির কারণে ফের শহরে বাড়তে শুরু করেছে ডেঙ্গির সংক্রমণ। চলতি বছর ডেঙ্গু সংক্রমণের নিরিখে শহরের সাতটি ওয়ার্ডকে বিশেষ ভাবে চিহ্নিত করেছে পুরসভা। যেগুলি মূলত দক্ষিণ কলকাতা এলাকাতেই রয়েছে। সেই সাতটি ওয়ার্ডের মধ্যে আবার দু’টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। একটি কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ড, অন্যটি ৭৭ নম্বর ওয়ার্ড। সেখানে নজরদারি বাড়ানো হয়েছে বলেই দাবি কলকাতা পুরসভার। সেখানে যাতে ডেঙ্গি পরিস্থিতি বিশেষ ভাবে মাথাচাড়া না দিতে পারে, সে বিষয়ে উদ্যোগী হয়েছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, ৭০ নম্বর ওয়ার্ডের গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় রোড ও জাস্টিস দ্বারকানাথ রোডে ডেঙ্গি সংক্রমণের প্রমাণ মিলেছে। এ ছাড়াও ৭৭ নম্বর ওয়ার্ডের ডাক্তার সুধীর বোস রোড, এম এম আলি রোড এবং ডেন্ট মিশন রোডেও ডেঙ্গির সংক্রমণের প্রমাণ মিলেছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।