চলতি সপ্তাহে শুক্রবার থেকে হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা পেতে চলেছে শহরবাসী। এতে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেকটাই সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দু’দিকেই অফিস টাইমে ১২ মিনিটে অন্তর পরিষেবা মেলে। দিনের বাকি সময়ে মিনিট পনেরো অন্তর মেট্রো চলে। কিন্তু এই দুই রুট একসঙ্গে জুড়ে গেলে ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। যদিও এটা একেবারেই প্রাথমিক সিদ্ধান্ত, পরবর্তীতে যাত্রী সংখ্যা দেখে সময়ের ব্যবধান কমানো বা বাড়ানো হতে পারে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছতে সড়কপথে প্রায় আধ ঘণ্টার বেশি সময় লাগে। কোনও বিশেষ মিটিং মিছিল কিংবা হেভি ট্রাফিক থাকলে সেটা ৪৫ মিনিট ছাড়িয়ে যায়। সেখানে মেট্রোতে লাগবে মাত্র ১১ মিনিট। অফিস টাইমের বাইরে ১০ এবং ১৫ মিনিট অন্তর মেট্রো মিলবে।