রাজ্যের 'শ্রমশ্রী' প্রকল্পে উৎসাহ নেই! কাজের খোঁজে ফের ভিনরাজ্যে পাড়ি শতাধিক যুবকের


রাজ্যে কাজের অভাব। ফের ভিনরাজ্যে রওনা হলেন শয়ে-শয়ে পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন থেকে দিল্লি ও বেনারসের উদ্দেশে ট্রেনে চেপে বসেন শ্রমিকরা। তাঁদের অনেকেই এসেছিলেন মুর্শিদাবাদ ও মালদার বিভিন্ন প্রান্ত থেকে।

মাত্র তিনদিন আগেই, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’ চালুর ঘোষণা করেছিলেন। প্রকল্প অনুযায়ী মাসে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা হলেও, সেই প্রকল্প পরিযায়ী শ্রমিকদের মন টানতে পারেনি।

শ্রমিকদের দাবি, “ভিনরাজ্যে গেলে আমরা প্রতিদিন অন্তত ৫০০ টাকা মজুরি পাই। মাসে ১৫ হাজার টাকা রোজগার হয়। তাহলে সংসার চলে। কিন্তু রাজ্য সরকারের দেওয়া ৫ হাজার টাকায় কী করে সংসার চলবে?”

শ্রমিকদের আরও আক্ষেপ, “যদি পশ্চিমবঙ্গে কাজের সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা কেউই পরিবার ছেড়ে বাইরে কাজ করতে যেতাম না। তবে পেটের টানে আমাদের বাধ্য হয়েই ভিন রাজ্যে রোজগারের খোঁজে যেতে হচ্ছে।”

Post a Comment

Previous Post Next Post