প্রথমবার চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা! লালকেল্লা থেকে বড় ঘোষণা মোদির


স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রথমবার চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা। আজ শুক্রবার, ১৫ আগস্ট থেকে লাগু হচ্ছে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা’। নয়া এই প্রকল্পের মাধ্যমেই মিলবে এই সুবিধা। যার মাধ্যমে দেশের সাড়ে তিন কোটি যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হয়েছে। প্রধানমন্ত্রী এদিন বলেন, ”আজ থেকেই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা’ লাগু করা হচ্ছে। বেসরকারি সংস্থায় প্রথমবার চাকরি পেলেই সরকারের তরফে দেওয়া হবে ১৫,০০০ টাকা’।
বলে রাখা প্রয়োজন, গত বছর অর্থাৎ ২০২৪-এ তৃতীয় মোদী সরকার গঠনের পরই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আর্থিক বাজেটে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা’ প্রকল্পের প্রস্তাব রাখা হয়। নয়া এই প্রকল্পের জন্য ৯৯, ৪৪৭৬ কোটি টাকা বাজেটও রাখা হয়েছে। কিন্তু কবে থেকে এই সুবিধা মিলবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। কিন্তু এদিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার স্বাধীনতা দিবসের দিন থেকেই কার্যকর হচ্ছে নয়া স্কিম। নয়া এই স্কিম অনুযায়ী, প্রথমবার চাকরিতে যোগ দেওয়া যুবক-যুবতীদের ১৫ হাজার টাকা দেওয়াই নয়, বেসরকারি সংস্থাগুলিকেও সাহায্য করবে সরকার।

Post a Comment

Previous Post Next Post