৯ অগাস্ট নবান্ন অভিযান, তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ, জানাল অভয়ার পরিবার


কলকাতা: গতবছর ৯ অগাস্টের সকালে, আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। ঠিক একসপ্তাহ পর এক বছর পূর্ণ হবে সেই বিভীষিকাময় সকালের। ওই দিনেই 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। সেই অভিযানে যোগ দিতে আমন্ত্রণ জানানোর জন্য় শনিবার সল্টলেকের বিজেপি দফতরে যান নিহত চিকিৎসকের মা-বাবা। তবে, তৃণমূলকে আহ্বান জানাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তাঁরা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
ঠিক এক সপ্তাহ পর আগামী শনিবার এক বছর পূর্ণ হবে সেই বিভীষিকাময় সকালের। গতবছর ৯ অগাস্টের সকালেই, আরজি কর মে়ডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। কর্তব্যরত চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা রাজ্য-দেশের সীমানা ছাড়িয়ে আলোড়ন ফেলে দেয় বিশ্ব। ওই দিনেই ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামছেন নিহত চিকিৎসকের মা-বাবা। ৯ অগাস্ট ডাক দিয়েছেন 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এর।

সেই অভিযানে যোগ দিতে আমন্ত্রণ জানাতে শনিবার সল্টলেকের বিজেপি দফতরে যান নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত চিকিৎসকের বাবা বলেন, সমস্ত রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখানে বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখার জন্য এসেছিলাম এবং ৯ তারিখে যাতে নবান্ন অভিযানটা সুষ্ঠুভাবে হয়,সেইজন্য ওঁর সঙ্গে কথাবার্তা হল এবং আমরা মেয়ের বিচার
যাতে সহজেই পাই, যাতে ওঁদের থেকেও সহযোগিতা পাই সেই ব্যাপারটাও আলোচনা হল।

Post a Comment

Previous Post Next Post