পুরীতে কিশোরীকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ, ১৫দিনের লড়াই শেষে মৃত্যু


নয়াদিল্লি: 'বান্ধবীর বাড়ি যাওয়ার সময় কিশোরীর উপর চড়াও হয়েছিল ৩ দুষ্কৃতী', ১৯ জুলাই পুরীতে কিশোরীকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসে। অবশেষে ১৫দিনের লড়াই শেষে, দিল্লি এইমসে পুরীর কিশোরীর মৃত্যু হয়েছে। জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এদিকে পুরীর কিশোরীর মৃত্যুতে এবার চাঞ্চল্যকর মোড়। মৃত কিশোরীর বাবার দাবি করেছেন, 'ডিপ্রেশানে আত্মীঘাতী কিশোরী। মৃত্যু ঘটনা নিয়ে রাজনীতি করবেন না।' !

বিজেপি শাসিত ওড়িশায় এই ভয়াবহ ঘটনা ঘটে। পুরীর নিমাপাড়ায় কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারপর আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বর এইমসে ভর্তি করা হয়েছিল ওই কিশোরীকে। এই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতির তরজা।জ্বলন্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন তরুণী। গত শনিবারই বালেশ্বর ফকির মোহন কলেজের এই হাড়হিম করা দৃশ্যের সাক্ষী হয়েছিল গোটা দেশ। কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে ক্য়াম্পাসেই গায়ে আগুন দিয়ে আত্মহত্য়া করেছিলেন তরুণী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, আবার বিজেপি শাসিত ওড়িশায় ফের মারাত্মক অভিযোগ উঠে আসে! এবার এক কিশোরীর গায়ে আগুন লাগিয়ে খুন করার চেষ্টার মতো চাঞ্চল্য়কর অভিযোগ ওঠে পুরীর নিমাপাড়ায়।
 

স্থানীয় সূত্রে দাবি, সকালে বান্ধবীর বাড়ি যাওয়ার সময়ে তিন যুবক বাইক চেপে এসে কিশোরীর পথ আটকেছিল ।এরপর নাবালিকার গায়ে দাহ্য় পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল তাঁরা। আশঙ্কাজনক অবস্থায় এইমসে ভর্তি করা হয়েছিল কিশোরীকে। ওই কিশোরীর এক আত্মীয় বলেন, ' খবর পেলাম যে জ্বালিয়ে দিয়েছে। সমস্ত গ্রামবাসীরা দৌড়ে আসি। জানতে পারলাম তিনজন পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে। উপযুক্ত ন্য়ায় দরকার। অভিযুক্তকে ধরা হোক।'পুরীর SP  পিনাক মিশ্র বলেন,  কোন পরিস্থিতি এই ঘটনা ঘটেছে এবং এর পিছনে যারা রয়েছে আমরা তাদেরকে খুঁজছি। বিভিন্ন দিক থেকে তদন্ত করা হচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি। বিশেষ টিম গঠন করা হয়েছে। বিজেপিশাসিত ওড়িশায় এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই সরব হয়েছে বিরোধীরা। 

Post a Comment

Previous Post Next Post