'পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না', আদালতের পথে সোচ্চার নওশাদ সিদ্দিকী


'জেল দিয়ে আমাদের আন্দোলন রোখা যাবে না', ব্যাঙ্কশাল আদালতে তোলার সময় সরকারের বিরুদ্ধে সোচ্চার ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল ওয়াকফ সংশোধিত আইন প্রত্যাহার, SIR-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ-আন্দোলন করে আইএসএফ।

সেই আন্দোলনকে কেন্দ্র করে বুধবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে নওশাদ সিদ্দিকী-সহ ৯৫ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়।

বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জন আইএসএফ কর্মীকে ব্যাঙ্কশাল আদালতে তোলে পুলিশ। ততক্ষণে আদালত চত্বরে আইএসএফ কর্মী-সমর্থকদের প্রবল ভিড়, মুহূর্মুহূ উঠছে স্লোগান।

দাবি একটাই, 'নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকেই নিঃশর্ত মুক্তি দিতে হবে'। আইএসএফ কর্মীদের বিক্ষোভ সামাল দিতে এদিন ব্যাঙ্কশাল আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post