স্কুল সার্ভিস কমিশনকে ফের তিরস্কার সুপ্রিম কোর্টের। অযোগ্যদের কোন ভাবেই পরীক্ষায় বসার অনুমতি নয়, এসএসএসিকে কড়া বার্তা শীর্ষ আদালতের। এখনও নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকানোর চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন (SSC) এমনই কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। এদিন শুনানির সময় বিচারপতি সঞ্জয় কুমার সরাসরি প্রশ্ন তোলেন, “আপনারা এখনও অযোগ্য প্রার্থীদের চাকরিতে নিতে চাইছেন? এটা লজ্জাজনক, সত্যিই বিস্ময়কর।” নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন কয়েকজন পরীক্ষার্থী। তাঁদের আবেদন ছিল, ২০১৬ সালের মতো এবারও যেসব চাকরিরত শিক্ষক গ্র্যাজুয়েশনে অন্তত ৪৫ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক। সুপ্রিম কোর্টের বেঞ্চ (বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মা) এই আবেদনে সম্মতি দিয়েছে। পাশাপাশি এদিন আদালত চাকরিরত শিক্ষকদের ফর্ম ফিল-আপের জন্য অতিরিক্ত সাত দিন সময় দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। ডিভিশন বেঞ্চ এদিন এসএসসিকে তিরস্কার করে বলেছে, আমরা আগেই বলেছি, কোনওভাবেই কোনও অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।”