অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট


আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই কোনও অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না – স্কুল সার্ভিস কমিশনের (SSC) আইনজীবীকে বলে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। চাইলে রাজ্য সরকার পরীক্ষা পিছিয়ে দিতে পারে।

সেপ্টেম্বরে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক- আর্জি জানিয়েছিল কিছু পরীক্ষার্থী। একইসঙ্গে তাঁদের আবেদন ছিল গতবারের মত এবারেও গ্র্যাছজুয়েশনে ৪৫ শতাংশ নম্বর পাওয়া চাকুরিরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট এই আবেদনে সম্মতি দিয়েছে। চাকুরিরত শিক্ষকদের ফর্ম ফিল আপ করার জন্য সাতদিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে- চাইলে রাজ্য সরকার পরীক্ষা পিছিয়ে দিতে পারে। চাকরিতে কর্মরত শিক্ষকদের ফর্ম ফিল-আপের জন্য সাতদিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ফলে খানিকটা স্বস্তিতে প্রার্থীরা। বেঞ্চ এও মন্তব্য করে, চাইলে রাজ্য সরকার পরীক্ষার দিন পিছিয়ে দিতে পারে। সেই মন্তব্যে আপাতত আশার আলো দেখছেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

Post a Comment

Previous Post Next Post