বহু BLO-ই শাসকদলের সঙ্গে সরাসরি জড়িত। বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের কাছে হস্তক্ষেপ করার আবেদন জানালেন তিনি। বুধবার নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্টও করেন শুভেন্দু। যেখানে হরিণঘাটার দিব্যেন্দু সর্দার নামে এক BLO-র কথা বলেন তিনি। তিনি হরিণঘাটা ১ নম্বরের তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলে দাবি শুভেন্দুর। আরও একাধিক নাম তিনি একে একে সামনে আনবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।
BLO-দের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, “তৃণমূলের কথা, বিজেপির কথা শুনবেন না। কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। তিহাড়ের ৫২ জন BLO কিন্তু এখনও জামিন পাননি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে।”
প্রসঙ্গত, BLOরাই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন ও সংগ্রহ করবেন। সেক্ষেত্রে তাঁদের প্রভাবিত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। সেই বিষয়টি নিয়ে আগেও BLO-দের সচেতন করেছেন CEC জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। এবার সতর্ক করলেন শুভেন্দুও।
যদিও এই নিয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য, “শুভেন্দু অধিকারীর এই বক্তব্য প্রমাণ করছে BLO-রা আসলে নির্বাচন কমিশনের দলদাসে পরিণত হয়ে কথা শুনতে বাধ্য হবে। কোন BLO-রা, যাঁরা আসলে রাজ্য সরকারি কর্মচারী, কোন নির্বাচন কমিশন, যারা বিজেপির দলদাস। নির্বাচন কমিশনের পুরো কথা শোনার অর্থা হচ্ছে বিজেপির কথা শোনা।”
উল্লেখ্য, এই একই বিষয়ে মালদার মানিকচকের এনায়েতপুরে শ্যামপুর প্রাথমিক স্কুলের শিক্ষক মতিউল আনসারির নাম প্রকাশ্যে এসেছে। যিনি তৃণমূলের পরিচিত নেতা তথা তৃণমূল পঞ্চায়েতের সদস্যও। তিনিই আবার এনায়েতপুরেই ১৫৬নম্বর বুথের বিএলও।