আজ সুপ্রিম কোর্টে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিন এবং তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি। ৬ বছর আগে ২০১৯ সালে রাজীব কুমারকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সংস্থা CBI। গত সোমবার সর্বোচ্চ আদালতে মামলাটির শুনানি ছিল।
সেই শুনানিতে প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই মামলার ৬ বছর পরেও কোনও গ্রহণযোগ্যতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। সেই মামলারই আজ আবারও শুনানি সুপ্রিম কোর্টে।
অন্যদিকে, আজ কলকাতায় কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা কয়েকদিনের উত্তরবঙ্গ সফর সেরে আজই কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। বিকেলেই কলকাতার নাম করা বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধনে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।