পুজোর মরশুমে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত ২


রাত পোহালেই কালীপুজো। তার পরেই ছট। দলে দলে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ট্রেনে দমবন্ধ করা ভিড়। এই পরিস্থিতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো ২ জনের। গুরুতর জখম একজন। শনিবার রাতে নাসিক রোড স্টেশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মুম্বই থেকে রক্সৌল যাচ্ছিল কর্মভূমি এক্সপ্রেস। নাসিক রোড স্টেশন ছেড়ে একটু এগোতেই ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আর একজনকে জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে মৃতদের পরিচয় জানা যায়নি।

নাসিক রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরে হনুমান মন্দিরের কাছে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন তিন যুবক। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। নাসিক রোড থানার পুলিশ রেললাইনের পাশ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাসিক স্টেশনের কাছে ধীর গতিতে যাচ্ছিল ট্রেনটি। সেই সময়ে তিন যুবক ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় উঠতে পারেননি। পড়ে যান। নাসিক রোড স্টেশনে কর্মভূমি এক্সপ্রেসের কোনও স্টপেজ নেই। ট্রেনের গতি কম থাকায় তাঁরা ওঠার চেষ্টা করেছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে।

Post a Comment

Previous Post Next Post