বাইকের সঙ্গে ধাক্কায় কেন বাসে আগুন? কুর্নুলে ২৫ জনের মৃত্যুর নেপথ্যে কোন রহস্য?


মোটরবাইকের সঙ্গে বাসের দুর্ঘটনা রাজ্য বা জাতীয় সড়কে নতুন নয়। কিন্তু অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাতেকুরের কাছে বাস ও বাইকের সংঘর্ষে শিউরে উঠছে গোটা দেশ।

কুর্নুল জেলায় ৪৪ নম্বর জাতীয় সড়কে ভোর সাড়ে তিনটে নাগাদ একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এর ফলে বাসের সামনের অংশে আটকে যায় মোটরসাইকেলটি। মোটরসাইকেল আটকানো অবস্থাতেই চলতে থাকে বাস। সেই সময়েই দাউ দাউ করে আগুন ধরে বাসটিতে। এই দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি রীতিমতো শিউরে ওঠার মতো। বিশেষজ্ঞদের কথায়, বাসটিতে আগুন না লাগলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। এখন প্রশ্ন উঠছে, কী ভাবে আগুন লাগল বাসটিতে?

প্রাথমিক তদন্তের পরে কুর্নুল জেলার পুলিশ জানাচ্ছে, বাসটির সঙ্গে মোটরবাইকটির ধাক্কা লাগার পরে বাইকের জ্বালানির ট্যাঙ্ক খুলে যায়। আর তা থেকে জ্বালানি গড়িয়ে পড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের জ্বালানির ট্যাঙ্কেও বিস্ফোরণ ঘটে এবং তাতে আগুন ধরে যায়। এর ফলে বাস থেকে নামার সুযোগও ছিল না অধিকাংশ যাত্রীর।

কুর্নুলের জেলাশাসক গুডিপতি শিবনারায়ণ জানান, কাভেরি ট্রাভেলসের বাসে ৪১ জন যাত্রী ছিলেন। ভোর ৩টে থেকে ৩টে ১০-এর মধ্যে এই ঘটনা ঘটে। মোটরসাইকেলের সঙ্গে বাসটির ধাক্কায় বাইকের জ্বালানির ট্যাঙ্কে আগুন লাগে। সেই কারণেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইকের চালকেরও। আগুন লাগার আগেই বাসটি থেকে বার হতে পেরেছিলেন চালক মিরিয়ালা লক্ষ্মীয়া, সহ-চালক গুডিপতি শিবনারায়ণ এবং কেবিন অ্যাটেনডেন্ট মিরিয়ালা অশোক। তাঁরাই পুলিশকে দুর্ঘটনার বিষয়ে জানান।

ইতিমধ্যেই এই বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

উল্লেখ্য, কয়েকদিন আসে রাজস্থানের জয়সলমেরের কাছে একটি বাসে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে মৃত্যু হয় ২০ জন যাত্রীর। শর্ট সার্কিট থেকেই বাসটিতে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল।

Post a Comment

Previous Post Next Post