চলন্ত বাসে ভয়াবহ আগুন, মুহূর্তেই ঝলসে মৃত্যু ২০ যাত্রীর, গুরুতর জখম কমপক্ষে ১৬, শোকপ্রকাশ মোদীর


চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকান্ড। ঝলসে মৃত্যু হল অন্তত ২০ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর। পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা। 

জয়সলমির ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২০ জনের। আরও ১৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। রাজস্থানের জোধপুর-জয়সলমির হাইওয়েতে চলন্ত বাসে হঠাৎ করেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে গোটা বাসটিকে। চলন্ত বাসে থাকা ৫৭ জন যাত্রীর মধ্যে মৃত্যু হয় ২০ জনের।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা নাগাদ ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলমির থেকে জোধপুরের উদ্দেশে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর বাসের পেছনের দিক থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে চালক বাস থামিয়ে যাত্রীদের নামানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় বাসটি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। পরে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আহতদের প্রথমে জয়সলমিরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জোধপুরে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স (X)-এ পোস্ট করে লিখেছেন, “রাজস্থানের জয়সলমিরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎক্ষণাৎ উদ্ধার ও ত্রাণ কার্য শুরু হয়েছিল। জেলা শাসক প্রতাপ সিং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন এবং প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। উদ্ধার ও ত্রাণকাজে স্থানীয়দের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। গুরুতর দুর্ঘটনার কারণে তিনি নিজের নির্ধারিত প্রচারসূচি বাতিল করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ একাধিক রাজনৈতিক নেতা এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

Post a Comment

Previous Post Next Post