ফের নক্ষত্রপতন! প্রয়াত ‘সারাভাই ভার্সেস সারাভাই’ অভিনেতা সতীশ শাহ


ফের বিনোদুনিয়ায় আছড়ে পড়ল দুঃসংবাদ! গোবর্ধন আসরানি, পীযূষ পাণ্ডের প্রয়াণের শোকের রেশ কাটতে না কাটতেই শনিবার বিকেলে নক্ষত্রপতনের খবর বিনোদুনিয়ায়! প্রয়াত অভিনেতা সতীশ শাহ। আপামর ভারতীয় টেলিদর্শকের কাছে যিনি ‘সারাভাই’ বলেই পরিচিত। জানা গিয়েছে, কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা।

বলিউড সংবাদমাধ্যমের কাছে সতীশ শাহের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার। জানা গিয়েছে, ২৫ অক্টোবর শনিবার দুপুর আড়াইটেয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে সতীশের বয়স হয়েছিল ৭৪। সূত্রের খবর, সম্প্রতি অভিনেতার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়।

Post a Comment

Previous Post Next Post