আসন ভাগ নিয়ে দড়ি টানাটানি, দর কষাকষি পেরিয়ে শেষ পর্যায়ে ওস্তাদের মার মহাগঠবন্ধনের। আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী পদের প্রার্থীর নাম ঘোষণা করে চমক দিল মহাজোট। কংগ্রেস বা জোটের অন্য বড় শরিক দলের বদলে বিহারে বিরোধী জোটের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হলো বিকাশশীল ইনসান পার্টি (VIP) প্রধান মুকেশ সাহানিকে। শুনলে আশ্চর্য হবেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন তিনি। বনশালীর ক্লাসিক ‘দেবদাস’-এর টিমে ছিলেন তিনি। কিন্তু মহাজোটে মাত্র ১৫ আসনের VIP পার্টির প্রধান এতটা গুরুত্বপূর্ণ হলেন কী ভাবে?
কে এই মুকেশ সাহানি?
বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা মুকেশ সাহানি। মল্লা, নিষাদ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য ২০১৮ সালে তৈরি করেন বিকাশশীল ইনসান পার্টি (VIP)। এই মল্লা সম্প্রদায় বিহারের ২৯% অত্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উল্লেখ্য, নিজেকে তিনি মাল্লার পুত্র বলতেই ভালোবাসেন।
প্রথম জীবনে মুকেশ সাহানি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯ বছর বয়সে, তিনি বিহার ছেড়ে মুম্বইতে যান। প্রথমে সেখানে সেলসম্যান হিসেবে কাজ করেন তিনি। পরে বলিউডে সেট ডিজাইনার হিসেবে পা রাখেন। শাহরুখ খান অভিনীত দেবদাস এবং সলমন খানের বজরঙ্গি ভাইজানের মতো হিট ছবিতে কাজ করেন তিনি । মুম্বইতে মুকেশ সিনে ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির মালিকও ছিলেন তিনি। ২০১৩ সালের বিআর আম্বেদকর এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের মতো আইকনদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, তিনি অনগ্রসর শ্রেণীর (ওবিসি) পক্ষে লড়াই করার জন্য বিহারে ফিরে আসেন।
মহাগঠবন্ধনে কেন মুকেশের এত গুরুত্ব?
মহাগঠবন্ধনের আসন পরিসংখ্যান বলছে, ৬১ আসনে লড়ছে কংগ্রেস। ২০ আসনে সিপিআইএমএল(লিবারেশন)। সব মিলিয়ে বামেরা লড়ছে ৩০ আসনে। কিন্তু বড় শরিকদের ছেড়ে মুকেশের VIP-কে পাত্তা দেওয়ার পিছনে রয়েছে একাধিক অঙ্ক। প্রথমত, বিহারের জাতিগত সমীকরণ। দ্বিতীয়ত জোট অক্ষুন্ন রাখা। সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার আগেই মুকেশ সাহানি গোঁ ধরে বসেন উপ-মুখ্যমন্ত্রীর পদ না দেওয়া হলে তিনি বৈঠকে যাবেনই না।