অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যরাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাসে আগুন লেগে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় পুরো বাসটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাসে মোট ৪১ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সেই সময় বাসটির জ্বালানির ট্যাঙ্ক ফেটে যায় এবং তাতেই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসজুড়ে, ফলে প্রায় ৪০ জন যাত্রী ভিতরে আটকা পড়ে যান।দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে অন্তত ১২ জন যাত্রী প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।