‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপ কর: পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


দেড় পাতার সুইসাইড নোটে এনআরসি-র জন্য আতঙ্ক স্পষ্ট। খড়দহের প্রদীপ করের মৃত্যুর দায় নিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar), মঙ্গলবারই এই দাবি জানিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মৃত্যুর জন্য দায়ী অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে এফআইআর করারও দাবি জানিয়েছিলেন তিনি। পরিবারের পাশে দাঁড়াতে বুধবার সেই প্রদীপ করের বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

খড়দহের (Khardah) ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ কর যে এনআরসি (NRC) আতঙ্কে ভুগছিলেন, তা তাঁর পরিবারও দাবি করেছে। ২০১৯ সালে সিএএ (CAA) ঘোষণার পর থেকে রাজ্যে একাধিক আতঙ্কিত মানুষের আত্মহত্যার ঘটনা ঘটেছিল। এবার রাজ্যে এসআইআর (SIR) ঘোষণার পরের দিনই আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে প্রথম থেকেই পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মতো স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ, স্থানীয় পুরসভার কাউন্সিলর দিনভর দেহের ময়নাতদন্ত থেকে সৎকার পর্যন্ত পরিবারের পাশে ছিলেন। সন্ধ্যায় সেখানে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

Post a Comment

Previous Post Next Post