কয়েক দিন ধরেই হামলা চলছিল পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে। প্রায় এক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পরে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই দেশই। শুক্রবারই এই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল পাকিস্তান ও তালিবান। কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের বেশ কয়েকটি জেলায় আকাশপথে হামলা চালিয়েছে ইসলামাবাদ বলে অভিযোগ করল আফগানিস্তান।
তালিবান সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই হামলার জেরে যুদ্ধবিরতির ইতি ঘটেছে। পাকিস্তান চুক্তি ভঙ্গের পরে, তারাও আর যুদ্ধবিরতি মানবে না। এর পাল্টা এবং উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও এএফপি-কে জানিয়েছেন ওই আধিকারিক।
ভারতে এসেছিলেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী মুত্তাকি। সেই দিন থেকেই ওই পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে হিংসা শুরু হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণের কয়েকদিন পর শনিবার থেকে সীমান্ত এলাকায় এই হিংসা নাটকীয়ভাবে বেড়ে যায়।
ওই অঞ্চলে হামলা চালায় তালিবান সরকার। এর পরেই তার জবাব দিতে শুরু করে ইসলামাবাদ।