কালীপুজোয় মেট্রোসূচিতে বদল! কোন রুটে কখন পরিষেবা


দীপাবলি (Diwali) উপলক্ষে আগামী সোমবার (২০ অক্টোবর ২০২৫) মেট্রোসূচিতে রদবদল করা হয়েছে। ঐদিন ছুটি থাকায় অন্যান্য দিনের থেকে কম পরিষেবা মিলবে বলে জানা গেছে। পাশাপাশি বেশ কিছু রুটে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিও (Metro Schedule) বদলেছে।

দীপাবলি উপলক্ষে সোমবারের (২০ অক্টোবর ২০২৫) পরিবর্তিত মেট্রোসূচি

ব্লু লাইন: 

  • • শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে কালীপুজোয় চলবে মোট ১৪৪টি মেট্রো।
  • • নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সকাল ৭.৫৪ মিনিটে শুরু হবে পরিষেবা।
  • • শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে সকাল ৮টায় পাওয়া যাবে প্রথম মেট্রো।
  • • মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টায় প্রথম মেট্রো।
  • • শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
  • • দক্ষিণেশ্বর – শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে।

গ্রিন লাইন:

  • • হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে ২২৬টির বদলে মোট ১২৪টি মেট্রো চলবে।
  • • দীপাবলিতে প্রথম এবং শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন নেই।

*ইয়েলো লাইন:*

  • • সকাল ১০টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং সকাল ১০টা ২২ মিনিটে জয় হিন্দ থেকে নোয়াপাড়়া প্রথম মেট্রো ছাড়বে।
  • • নোয়াপাড়া- জয় হিন্দ বিমানবন্দর শেষ মেট্রো মিলবে বিকেল ৫টা ৩৪ মিনিটে।
  • • বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটের শেষ মেট্রো ছাড়ার সময় বিকেল ৫টা ৫৪ মিনিট।

পার্পল লাইন:

  • • দীপাবলির দিন ৮০টির পরিবর্তে ৪৪টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
  • • সকাল ৬টা ৫০ মিনিটের বদলে জোকা-মাঝেরহাটে প্রথম মেট্রো সকাল ১০টায়।
  • • মাঝেরহাট-জোকা মেট্রো পরিষেবা পাওয়া যাবে দশটা বেজে চব্বিশ মিনিটে।
  • • জোকা-মাঝেরহাট রুটে শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল ৫টা ২৮ মিনিটে ও মাঝেরহাট-জোকা রুটে শেষ মেট্রো ছাড়বে বিকেল ৫টা ৪৯ মিনিটে।

অরেঞ্জ লাইন:

  • বেলেঘাটা-কবি সুভাষ রুটে সকাল ৯টা ৫৫ মিনিট এবং সকাল ১০টায় কবি সুভাষ-বেলেঘাটা রুটে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
  • • বেলেঘাটা থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল পাঁচটা বেজে ৫৫ মিনিটে।

Post a Comment

Previous Post Next Post