রাজধানীতে নারী নিরাপত্তা কতটা তলানিতে তা নিয়ে আগে একাধিকবার প্রশ্ন উঠেছে। আর এবার এক তরুণীর উপর অ্যাসিড হামলার (acid attack) মত ঘটনায় ফের একবার বড়সড় প্রশ্নের মুখে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক। ঘটনায় অভিযুক্তকে চিহ্নিত করতে পারলেও ১২ ঘণ্টাতেও গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ।
দিল্লি মুকুন্দপুর এলাকার বাসিন্দা আক্রান্ত তরুণী একটি বেসরকারি কলেজের পড়ুয়া। রবিবার অতিরিক্ত ক্লাসের পর তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে ঘিরে ধরে তারই প্রতিবেশী জিতেন্দর ও তার দুই সঙ্গী। সামান্য বচসার পরেই তারা তরুণীর দিকে অ্যাসিড (acid attack) ছুড়ে মারে। মুখে অ্যাসিডের হামলা আটকাতে দুহাত তুলে বাঁচার চেষ্টা করলে পুড়ে যায় তরুণীর হাত ও পেট।
ঘটনার পরই দ্রুত তরুণীকে ভর্তি করা হয় দিল্লির দীপ চাঁদ বন্ধু হাসপাতালে। সেখান থেকেই খবর যায় পুলিশে। তরুণীর পরিবারের দাবি, জিতেন্দর নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে উত্তক্ত করছিল তরুণীকে। বিবাহিত হওয়া সত্ত্বেও বার বার তরুণীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু তাতে কোনওমতে রাজি না হওয়ায় রবিবার অশোকবিহারে এলাকায় ওই হামলা চালানো হয়।
আহত তরুণী জানিয়েছেন ঘটনার সময় জিতেন্দরের সঙ্গে ছিল তার দুই সঙ্গী ঈশান ও আরমান। ঈশানের হাতে ছিল অ্যাসিডের বোতল। সে সেই বোতল তুলে দেয় আরমানের হাতে। আরমান অ্যাসিড ছুঁড়ে মারে তরুণীর দিকে। বাঁচার চেষ্টায় দুহাত তুললে দুটি হাতই পুড়ে যায় তরুণীর। তবে তাঁর মুখ অক্ষত রয়েছে। ঘটনার পর স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ। যদিও ১২ ঘণ্টাতেও কাউকে গ্রেফতার করা যায়নি।