তবে সামগ্রিকভাবে এক্ষেত্রে সরকার কোনও ভর্তুকি দেবে না। চিকিৎসা পরিষেবা দিয়ে যা আয় হবে, সেটা দিয়েই 'উডবার্ন ২' -এর এই নতুন প্রাইভেট কেবিন বিল্ডিং চলবে। এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল স্বাস্থ্য ভবন।
১১-তলা বিল্ডিংয়ে অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করতে মোট খরচ হয়েছে ৬৭ কোটি টাকা। এখানে মোট ১৩১ জন রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো থাকছে। এক ছাতার তলাতেই থাকছে প্যাথলজি ল্যাব, এক্স রে, USG, রেডিওলজি-সহ বিভিন্ন সুবিধা। তবে সিটি স্ক্যান ও MRI-এর সুবিধা পাওয়া যাবে নতুন বিল্ডিংয়ের উল্টোদিকে মূল উডবার্ন ব্লকের একতলায়।
অনেকেই নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার খরচ বহন করতে পারেন না। তবে উডবার্ন ২-এ চিকিৎসার খরচ রয়েছে সাধ্যের মধ্যেই। তবে অস্ত্রোপচার হলে আলাদা OT চার্জ এবং অ্যাটেনডেন্টচার্জ লাগবে।
SSKM-এর বহির্বিভাগ, জরুরি বিভাগে আসা রোগীরা নিজে থেকে ইচ্ছাপ্রকাশ করলে এই 'উডবার্ন ২' ব্লকে ভর্তি হতে পারবেন। আবার SSKM-এ ভর্তি থাকা রোগীরাও পরবর্তী সময়ে চাইলে নতুন এই ব্লকে স্থানান্তরিত হতে পারবেন। তবে কার্ডিওলজি, সিটিভিএস, স্নায়ু-শল্য বিভাগের রোগীরা প্রাইভেট কেবিনে ভর্তি হতে পারলেও, সেখানে ওই সংক্রান্ত অস্ত্রোপচারের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে SSKM-এর সব সংশ্লিষ্ট বিভাগের অপারেশন থিয়েটার নির্দিষ্ট ফি-দিয়ে ব্যবহার করা যাবে।