আসন্ন IPL-এর আগে বড় চমক, বদলে গেল কলকাতা নাইট রাইডার্সের হেড স্যার!


২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে নিলাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এই নিলাম পর্বের আগে একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল কলকাতা নাইট রাইডার্স। দলের নয়া হেড কোচ হিসেবে নিয়োগ করা হল টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ারকে (Abhishek Nayar)। ২০২২ সালে চন্দ্রকান্ত পণ্ডিতকে হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল। ২০২৪ সালে তাঁর কোচিংয়ে আইপিএল খেতাবও জিতেছিল কেকেআর ব্রিগেড। কিন্তু, এবার তাঁকে বিদায় জানানো হল। প্রসঙ্গত, দলের হেড কোচ হওয়ার আগেও অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post