বাংলার ভোটার–তালিকা ঝাড়াই–বাছাইয়ের কাজ এখনও শুরু করেনি নির্বাচন কমিশন। কিন্তু সেই সম্ভাব্য প্রক্রিয়াকে সম্বল করে বঙ্গ–রাজনীতির দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি কার্যত যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। তৃণমূল নেতারা স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, ‘সার’–এর নামে একজন বৈধ ভোটারের নামও বাদ পড়লে বাংলায় আগুন জ্বলবে। হুমকি, হুঁশিয়ারির ঝাঁজে পিছিয়ে নেই বিজেপিও।
বুধবারই কলেজ স্কোয়্যারের সভা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি ছিল, ‘সার’–এর কাজে বাধা দিতে এলে, নৈরাজ্য তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। যা নিয়ে আপাতত উত্তপ্ত বঙ্গ–রাজনীতি। এর মধ্যেই বৃহস্পতিবার জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণবিলি করতে গিয়ে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘তৃণমূল বলছে, সার করতে দেবে না। দম থাকলে আটকে দেখান। ভারতের কোনও রাজনৈতিক দল শেষ কথা বলবে না। শেষ কথা সংবিধান বলবে।’ তাঁর সংযোজন, ‘নো সার, নো ভোট— এই দাবিতে আমরা পথে নামব।’