কালীপুজোতে বিশেষ নিরাপত্তা, সোনার মার্কেটে মোতায়েন থাকছে কলকাতা পুলিশ


সম্প্রতি বরাহনগরে একটি অলঙ্কারের দোকানে ভরদুপুরে দুষ্কৃতীরা ঢুকে ডাকাতি ও খুন করে। সেই ঘটনার পরে ধনতেরাস ও কালীপুজোয় কলকাতার যে সব এলাকায় বড় সোনার দোকান রয়েছে, সেখানে পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কালীপুজোয় শহরজুড়ে প্রায় ১০ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন।

লালবাজার সূত্রের খবর, ধনতেরাসে মুচিপাড়া, বৌবাজার, পোস্তা, বড়বাজার, গড়িয়াহাট–সহ শহরে বিভিন্ন এলাকায় পুলিশকর্মীরা সাদা পোশাক এবং ইউনিফর্মে মোতায়েন থাকবেন। এই সব এলাকায় চলবে নিয়মিত নজরদারি।

কালীপুজোয় শহরের অলিগলিতে অটোয় করে পুলিশ টহল দেবে। প্যাট্রলিং চলবে মোটরবাইকে। বিভিন্ন স্থানে হবে নাকা চেকিং। খোলা হয়েছে কন্ট্রোল রুম। শহরে বড় কালীপুজোগুলির পাশাপাশি যে সব পুজোয় প্রতিমাকে সোনা–রুপোর অলঙ্কার পরানো হয়, সেখানে পুলিশ মোতায়েন রাখা হবে।

নজর রাখা হবে বাজির উপরেও। হাইরাইজ় বিল্ডিং কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ আধিকারিকরা গত ১০ অক্টোবর থেকে লাগাতার বৈঠক করছেন, যাতে সেগুলির ছাদে শব্দবাজি না ফাটানো হয়। রাত ১০টার পরে বাজি পোড়ালেও ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। কালীপুজোর বির্সজনের দিনও গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে।


Post a Comment

Previous Post Next Post