কলকাতা: ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে যখন তোলপাড় এই আবহেই ভবানীপুর থেকে ৩ আফগান নাগরিককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে, পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ভুয়ো পরিচয় দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড ও প্য়ান কার্ড তৈরি করে ভবানীপুুরে বসবাস করছিলেন তাঁরা। সিকিউরিটি কন্ট্রোল থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্য়ান্ড ফরেনার্স আইনে মামলা রুজু করেছে ভবানীপুর থানার পুলিশ। গোটা ঘটনাটাই খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।
ভোটার তালিকায় ভূত ধরতে শুরু হয়েছে বিশেষ সংশোধন! এই আবহেই ভবানীপুর থেকে গ্রেফতার আফগানিস্তানের ৩ নাগরিক
ভোটার তালিকায় ভূত ধরতে শুরু হয়েছে বিশেষ সংশোধন! বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্য়ু। এই আবহেই ভবানীপুর থেকে আফগানিস্তানের ৩ নাগরিককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম আবদুল্লাহ খান, সাহেব খান ও জলত খান। তিনজনই ভুয়ো ভোটার কার্ড, পাসপোর্ট ও আধারকার্ড বানিয়ে কয়েক বছর ধরে বসবাস করছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, আবদুল্লাহ খান, সাহেব খান ও জলত খান এই তিনজনই আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে এদেশে এসেছিলেন। কিন্তু পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দক্ষিণ কলকাতার ভবানীপুরে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন তিনজন।