শহর কলকাতায় এ ছবি আকছার দেখা যায়। ভাড়া নিয়ে যাত্রী এবং বাস কন্ডাক্টরের বচসা। সেই বচসারই এবার পরিণতি হল মর্মান্তিক। বাসযাত্রীকে চলন্ত বাসের ভিতর থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টারের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ওই কন্ডাক্টার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এজেসি বোস রোড ও রওডন স্ট্রিটের সংযোগস্থলে বেসরকারি বাসে ঘটনাটি ঘটেছে। বাসের ভাড়া নিয়ে এক যাত্রীর সঙ্গে কন্ডাক্টারের বচসা হয়। সেই বচসা ক্রমশ প্রবল রূপ নেয়। অভিযোগ, শেষমেশ রাগের মাথায় মহম্মদ আজিজ খান নামে ওই বাসযাত্রীকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেয় কনডাক্টর। গুরুতর জখম হন আজিজ। আপাতত তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি।
খুনের চেষ্টার অভিযোগে বিষ্ণু সাউ নামে ওই কনডাক্টরকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, এজেসি বোস রোড ও রওডন স্ট্রিটের সংযোগস্থলে বেসরকারি বাসের মধ্যে বচসা হয়। গোলমালের জেরে মহম্মদ আজিজ খান নামে ওই বাসযাত্রীকে চলন্ত বাস থেকে ঠেলে ফেলে দেয় কনডাক্টর। আজিজ এসএসকেএম হাসপাতালে ভর্তি। শেক্সপিয়র সরণি থানার পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজ দেখে বাসটিকে শনাক্ত করে খুনের চেষ্টার অভিযোগে কন্ডাক্টারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।