বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) রেল দফতর, ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাশপুরের রেল দুর্ঘটনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। চালকের সিগনাল (signal) দেখার ভুলকেই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসাবে তুলে ধরা হল। দুর্ঘটনায় মৃত বেড়ে ৮। গুরুতর আহত অন্তত ১৭ জন।
রেলের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ রেল কর্তৃপক্ষ (Railway authority) যেমন প্রতিবারই আর্থিক ক্ষতিপূরণ দিয়ে দায় ঝাড়ার চেষ্টা চালায়, এবারেও তার ব্যতিক্রম হল না। বিলাসপুরের (Bilaspur) ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে, গুরুতর আহতদের ৫ লক্ষ টাকা ও অন্যান্য আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের (compensation) ঘোষণা করে রেল দফতর।