মোদীর সঙ্গে টানাপোড়েনেই কি চরম নীতি কানাডার? সংকটে ভারতীয় পড়ুয়ারা!


কানাডা ২০২৫ সালে ভারতীয় ছাত্রছাত্রীদের ৭৪% স্টুডেন্ট ভিসার আবেদন বাতিল করে দিয়েছে। ইমিগ্রেশন নীতির কড়াকড়ি, জাল ভর্তিপত্র কেলেঙ্কারি ও কূটনৈতিক টানাপোড়েনে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা। এই খবরে ভয়ংকর চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে। 

ভিসা বাতিল সংক্রান্ত ২০২৫ সালের আগস্ট মাসের রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে কানাডা সরকার। ইমিগ্রেশন, রিফিউজি এবং নাগরিকত্ব (Immigration, Refugees and Citizenship Canada, IRCC)-র ব্যাপারে কানাডা সরকারের সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, ভারতীয় ছাত্রছাত্রীদের ৭৪% স্টুডেন্ট ভিসা আবেদন বাতিল করা হয়েছে। গত বছরের তুলনায় এই হার দ্বিগুণ — ২০২৩ সালে এই হার ছিল মাত্র ৩২%।

এই বছর আগস্ট মাসে ভারতে থেকে কানাডায় পাঠানো ৪,৫১৫টি স্টুডেন্ট ভিসা আবেদনের মধ্যে অনুমোদন পেয়েছে মাত্র ১,১৯৬টি। অন্যদিকে, ২০২৩ সালের আগস্ট মাসে আবেদন করেছিলেন ২০,৯০০ পড়ুয়া। অর্থাৎ, আবেদনের সংখ্যা আগস্ট মাসেই ২০২৫-এর তুলনায় ২০২৩-এ এত বেশি ছিল যে তা তুলনাতেই আসছে না। তারপরও ভিসা বাতিল করে দিচ্ছে কানাডা সরকার। চিনা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু, এই সমস্যা নেই। তাঁদের ভিসার আবেদন খারিজের হার অত্যন্ত কম, মাত্র ২৪%। শুধু চিনই না। ভারত ছাড়া অন্য কোনও দেশের শিক্ষার্থীদের এতবেশি ভিসার আবেদন খারিজ হয়নি এবার। অন্যান্য দেশের পড়ুয়াদের ভিসার আবেদন খারিজের গড় হার ৪০%। আর, সেটাই ভারতীয় পড়ুয়াদের ক্ষেত্রে ৭৪%। তা-ও আবার নরেন্দ্র মোদী তথা ভারতীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে কানাডা আর আমেরিকার টানাপোড়েনের পর।

কেন বাড়ছে রিজেকশন রেট?
বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সিদ্ধান্ত কানাডার সামগ্রিক ইমিগ্রেশন সংস্কার-এর অংশ। যা ভারতের সঙ্গে কানাডা এবং আমেরিকার চরম টানাপোড়েনের পরই লাগু করা হয়েছে। এমনিতেও আমেরিকার নীতির সঙ্গে খাপ খাইয়ে ২০২৫ সালে কানাডা আন্তর্জাতিক ছাত্রদের জন্য পারমিট ক্যাপ কমিয়ে ৪,৩৭,০০০ করেছে — যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১০% কম। আর সর্বোচ্চ সময়ের তুলনায় ৩৫% কম। ভারতীয় আবেদনকারীদের ক্ষেত্রে এই সংখ্যা কমেছে প্রায় ৩১%।

Post a Comment

Previous Post Next Post