বুলেট নয়, দশলাখি ‘থার’ কিনে দিতে হবে। নয়তো বিয়ে বাতিল! পণের দাবিতে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দিয়েছিল পাত্রপক্ষ। উত্তরপ্রদেশের সাহারানপুরের ওই ঘটনায় এ বার তদন্তে নামল পুলিশ। ইতিমধ্যে পাত্রপক্ষ ও কনেপক্ষ— উভয়ের সঙ্গেই কথা বলেছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে হবু বর ও তাঁর পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার। সাহারানপুরের দৌলতপুর গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল বেহাট থানার হিরাহেরি গ্রামের এক যুবকের। কনের পরিবারের তরফে বিয়ের প্রস্তুতিতে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করা হয়েছিল। অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি যৌতুক হিসাবে পাত্রকে একটি বুলেট মোটরসাইকেল কিনে দেওয়ার কথা ছিল কনেপক্ষের। ২৬ অক্টোবরের মধ্যে বিয়ের বাকি সব জিনিসপত্র পাঠানোও হয়ে যায়। কিন্তু অভিযোগ, গত বৃহস্পতিবার আচমকা বেঁকে বসে পাত্রপক্ষ। জানানো হয়, বুলেটে হবে না, যৌতুকে দিতে হবে থার গাড়ি! দাবি পূরণ না হলে বিয়ে বাতিল করে দেওয়া হবে।
কনের ভাই অজয় কুমারের অভিযোগ, প্রথমে কনেপক্ষ ভেবেছিল এটুকুর জন্য হয়তো শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাবে না। পরে যৌতুকের বিষয়টি আলোচনা করে রফায় আসা যাবে। কিন্তু শনিবার, অর্থাৎ বিয়ের দিন সত্যিই সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় বরপক্ষ। লগ্ন পেরিয়ে গেলেও একজনও বিয়েতে আসেননি। এর পরেই পুলিশের দ্বারস্থ হয়েছে কনের পরিবার। গোটা পরিবারের মানসিক ও আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে হবু বর ও তাঁর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চিলকানা থানার স্টেশন ইনচার্জ বিনোদ কুমার জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষকে আলোচনায় বসার কথা বলা হয়েছে। যদি কোনও সমঝোতা না হয়, তা হলে অভিযোগের ভিত্তিতে পণ নিষিদ্ধকরণ আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে।