সাইবার প্রতারণার এই নয়া কৌশলে বুক কেঁপে উঠবে। পুনেতে সাইবার জালিয়াতিতে ৯৯ লক্ষ টাকা খোয়ালেন এক বৃদ্ধা।
পুনেতে ভয়ঙ্কর সাইবার প্রতারণার ঘটনা। প্রতারকরা এক নতুন কৌশল অবলম্বন করে এক বৃদ্ধার কাছ থেকে লুট করেছেন ৯৯ লক্ষ টাকা। জানা গিয়েছে প্রতারকরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সই জাল করে একটি গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করেন এবং সেই গ্রেফতারি পরোয়ানা ব্যবহার করে ৬২ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত এলআইসি অফিসারকে প্রতারণার ফাঁদে ফেলেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারকরা ওই মহিলাকে ভয় দেখিয়ে মোট ৯৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পুনে সিটি সাইবার পুলিশ জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে বৃদ্ধার সঙ্গে সঙ্গে প্রথম যোগাযোগ করেন অভিযুক্তরা। তারা নিজেকে একটি ডেটা সুরক্ষা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং মহিলার মোবাইল ও আধার নম্বর অপব্যবহারের অভিযোগ তুলে তাকে হুমকি দেন। এরপর মামলাটি জর্জ ম্যাথিউ নামে আরেকজন প্রতারকের কাছে স্থানান্তরিত হয়।
ভিডিও কলের মাধ্যমে তারা মহিলাকে তাদের ফাঁদে ফেলে। প্রতারকরা মহিলাকে বোঝান যে, তাকে "ডিজিটাল গ্রেফতার" করা হয়েছে এবং দূর থেকে তার ওপর নজর রাখা হবে। তাকে সব টাকা রিজার্ভ ব্যাঙ্কে স্থানান্তর করার জন্যও বলা হয়। ভীত মহিলাটি তাদের নির্দেশ মেনে বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় ৯৯ লক্ষ টাকা স্থানান্তর করেন। পরে জানা যায়, সমস্ত অ্যাকাউন্ট ভুয়ো। বিশ্বাস অর্জনে প্রতারকরা জাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রসিদও পাঠিয়েছিল।
মহিলাটি যখন নম্বরে ফোন করেন, তখন তা বন্ধ পাওয়া যায় এবং তখনই তিনি বুঝতে পারেন যে তাকে প্রতারণা করা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গেই পুনে সিটি সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরগুলি খতিয়ে দেখার কাজ চলছে এবং পুলিশ আশা করছে শীঘ্রই এই মামলার সূত্র বের করা সম্ভব হবে।