আজ থেকেই পশ্চিমবঙ্গে শুরু SIR-এর কাজ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালাতে বাড়ি বাড়ি যাবেন BLO-রা। ভোটারদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের পাশাপাশি এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। বহু বিতর্ক তৈরি হয়েছে এই এস আই আর নিয়ে। যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে শেষমেষ আজই শুরু নির্বাচনী এই বিশেষ প্রক্রিয়া।
অন্যদিকে, এসআইআর-এর প্রতিবাদে আগাগোড়া সোচ্চার তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের এই এসআইআর কর্মসূচির প্রতিবাদে আজ ফের রাস্তায় শাসক দল তৃণমূল। জোড়াফুলের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতার রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। সেখানে মিছিল শেষে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।