বুধবার প্রকাশিত পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ৪৪,৭৭০ জন ভোটারের নাম বাদ পড়েছে। অক্টোবর ২০২৫ পর্যন্ত যে চূড়ান্ত তালিকা ছিল, তার তুলনায় এই সংখ্যক ভোটারকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। উল্লেখ্য, এই কেন্দ্রের নির্বাচিত বিধায়ক হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরের ২৬০ নম্বর বুথে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেন, সেখানে মোট ১২৭ জন ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন দপ্তরের তথ্য অনুযায়ী, এই ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত ভোটার। বাকিরা ঠিকানা পরিবর্তন করেছেন, খুঁজে পাওয়া যায়নি, দ্বৈত নাম নথিভুক্ত ছিল অথবা অন্যান্য কারণেই তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই নির্বাচনে ব্যবধান ছিল দুই হাজারেরও কম ভোট। পরে ভবানীপুরে উপনির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভবানীপুর সহ একাধিক কেন্দ্রে ভোটার তালিকার শুদ্ধতা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
এদিকে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর গতকাল নিজের বাড়িতে একটি জরুরি বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, কাউন্সিলর দেবাশিস কুমার, সন্দীপ রঞ্জন বক্সি-সহ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।